আন্তর্জাতিক আদালতের রায় ভারতের বিপক্ষে, স্বাগত জানাল পাকিস্তান
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত (পিসিএ) ভারতকে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। গত ৮ আগস্ট ঘোষিত এই রায়ে আদালত আরও জানায়, চুক্তির মূল নথির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো স্থাপনা যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ সিন্ধু বা এর সঙ্গে সম্পর্কিত নদীতে নির্মাণ করা যাবে না।