রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২০ জুলাই ২০২৫

সমাধান নয়, বিশ্বকে আরো জটিলতায় ঠেলে দিলেন ট্রাম্প!

সমাধান নয়, বিশ্বকে আরো জটিলতায় ঠেলে দিলেন ট্রাম্প!
ছবি: ইন্টারনেট

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ ও বিশ্বজুড়ে তৈরি করেছেন আলোড়ন। অভিবাসন নীতিতে কড়াকড়ি, ইউএসএআইডির তহবিল বন্ধ, গর্ভপাত ইস্যুতে কঠোর অবস্থানসহ নানা বিতর্কিত সিদ্ধান্তে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। একইসঙ্গে ইরানে হামলা, ইসরায়েল ও ইউক্রেনকে অস্ত্র সহায়তা, অস্বাভাবিক শুল্কারোপের মতো সিদ্ধান্তে বৈশ্বিক অস্থিরতার দায়ও ঘনিভূত হয়েছে তাঁর ওপর।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর থেকে প্রতিদিনই কোনো না কোনো সিদ্ধান্তে খবরের শিরোনাম হয়েছেন ট্রাম্প। প্রথম দিনেই মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দেন। একে একে শতাধিক নির্বাহী আদেশে সই করে দ্রুততার সঙ্গে কার্যক্রম শুরু করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, ইউএসএআইডির সহায়তা বন্ধ, অভিবাসন নীতিতে কঠোরতা ও গর্ভপাতবিরোধী পদক্ষেপ—সবই ঘটে এই সময়ের মধ্যেই।

তবে কিছু পদক্ষেপে প্রশংসাও পেয়েছেন ট্রাম্প। মার্চে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সই করিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু একইসঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনায় ঘি ঢালেন; জুনে একক সিদ্ধান্তে তেহরানে মার্কিন হামলা হয়, যা আন্তর্জাতিক পরিসরে ব্যাপক উদ্বেগের জন্ম দেয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের চেষ্টা এখনও ব্যর্থ। রুশ প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার ফোনালাপেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্টকে তীব্র সমালোচনা করলেও একইসঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা অব্যাহত রেখেছেন। তাঁর অবস্থান বারবার পাল্টানোয় সংকট নিরসনের আশা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

বিশ্ববাণিজ্যেও বড় ঝাঁকুনি দিয়েছেন ট্রাম্প। ইচ্ছামতো বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপে অস্থিরতা বেড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে, কমেছে ডলারের দৃঢ়তা। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

এদিকে, এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প। নির্বাচনে মাস্কের সমর্থন পেলেও সম্প্রতি তাঁকে ‘দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে’ পরামর্শ দেন প্রেসিডেন্ট, যা আরও বিতর্ক ডেকে আনে।

সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর ছয় মাসে বিতর্কই হয়েছে প্রধান পরিচয়। যতটা না প্রশংসা, তার চেয়ে ঢের বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে—দেশেও, বিশ্বমঞ্চেও।