শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের থামাতে পারবে কি বাংলাদেশ?
বহু বছর ধরে শ্রীলঙ্কার বোলাররা হোয়াইট-বল ফরম্যাটে পুরোপুরি অবমূল্যায়নের মুখে পড়তে বাধা দিয়ে আসছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ ঠীকশন, দুষমন্ত চামীরা এবং মাঝে মাঝে দিলশান মাদুশাঙ্কার মতো বোলাররা গত কয়েক বছরে ভালো বোলিং করেছেন, কিন্তু ব্যাটিং বিভাগে তারকা খেলোয়াড়ের অভাব ছিল এবং তাতে যথেষ্ট শক্তি ছিল না।