বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ২০:১৯, ১০ জুলাই ২০২৫

আপডেট: ২০:১৯, ১০ জুলাই ২০২৫

দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

পারভেজ হোসেন ইমন শুরু থেকেই জোরাল ব্যাটিং শুরু করেছেন। প্রথম বল ডিফেন্স করার পর দ্বিতীয় বলেই তিনি হাঁকান চার। প্রথম পাওয়ার প্লেতে তাঁর এই তাণ্ডবে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৫৪ রান, ওভার প্রতি ৯ রানের গড়ে।

পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ইমন মাত্র ১৬ বলে করেছেন ৩৫ রান, যেখানে রয়েছে ৫টি চার ও ১ ছক্কা। বিশেষ করে চতুর্থ ওভারে তিনি মাহিশ থিকশানাকে তিনটি চার মারেন।

তানজিদ হাসান তামিমও শুরুতেই ভালো পারফর্ম করছেন। ১৭ বলে ১৬ রান করেছেন ২ চার সহ। তবে পঞ্চম ওভারের শেষ বলে নুয়ান থিশারার বল হাতে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। আউট হওয়ার সময় দলের রান ছিল ৪৬। রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার ৩ ইউকেট হারিয়ে ৬৯ রান। এদিকে, নাইম, সাইফ ও মিরাজ রয়েছেন ব্যাটিংয়ে, তবে মোস্তাফিজ নেই।

সর্বশেষ