শ্রীলঙ্কায় ব্যাটিং ব্যর্থতায় গুঁড়িয়ে বাংলাদেশ
পূর্ণিমার দিনে উৎসবের আমেজে ভাসছিল ক্যান্ডি। স্থানীয়দের ভাষায় "এসালা ফুলমুন পোয়া" উপলক্ষে শহরে ছুটি, রাস্তায় নেচে-গেয়ে প্রার্থনা করে মাঠমুখী হন হাজারো মানুষ। সন্ধ্যায় পাল্লেকেলে স্টেডিয়ামের গ্যালারিতেও ছিল সেই প্রাণের ছোঁয়া। তবে মাঠে বাংলাদেশের ব্যাটিং যেন ভিন্ন এক গল্প বলেছে—ম্লান, হতাশাজনক এবং বিভ্রান্তিকর।