টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

টেস্ট আর ওয়ানডে দুই সিরিজেই শ্রীলঙ্কার কাছে হেরে এসেছে বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা ভাঙতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন দল, লক্ষ্য এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানো।
তবে সিরিজের প্রথম ম্যাচেই টস ভাগ্যে ধাক্কা খেয়েছেন লিটন দাস। লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, ফলে ব্যাট হাতে শুরু করতে হচ্ছে বাংলাদেশকে।
সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটই যেন বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্বোধ্য হয়ে উঠেছে। শেষ ১৫ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ১১টিতে। দলে রয়েছে একাধিক তরুণ ক্রিকেটার, অভিজ্ঞতার ঘাটতির পাশাপাশি আত্মবিশ্বাসের অভাবও স্পষ্ট।
তবুও আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই। কারণ, সব খারাপ সময়েরই শেষ থাকে। এই সিরিজ হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেললে সেটি ভবিষ্যতের জন্যও ইতিবাচক বার্তা হতে পারে। তরুণ দলের জন্য এটি অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগও।