রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১৯:২১, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৪, ১৩ জুলাই ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে টিকে থাকতে লড়াই করতে হবে বাংলাদেশকে। কিন্তু শুরুতেই চাপে পড়েছে লিটন দাসের দল। ডাম্বুলায় টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। দলে নেই তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ নাঈম শেখ। তাদের জায়গায় ঢুকেছেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

প্রথম ম্যাচ জেতা শ্রীলঙ্কা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। সেই একই দল নিয়ে খেলছে তারা।

শ্রীলঙ্কা একাদশ:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

রাংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট স্পোর্টিং ধরণের। পাল্লেকেলের মতোই এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন টাইগারদের সাহসী ও পরিকল্পিত ক্রিকেট।

গ্যালারিগুলো নিচু হওয়ায় ডাম্বুলায় বাতাসের গতি বেশ প্রভাব ফেলে। বিশেষ করে উত্তর-পশ্চিমের ইবানকাটুয়া হ্রদ থেকে ধেয়ে আসা বাতাস মাঠে সরাসরি আঘাত হানে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অভ্যস্ত লঙ্কান ক্রিকেটাররা এই কন্ডিশনে খেলায় বেশি অভ্যস্ত। লিটনদের তাই শুধু প্রতিপক্ষ নয়, পরিবেশকেও জয় করতে হবে।

সর্বশেষ