রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১৮:৩০, ১১ জুলাই ২০২৫

সাফে লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ

সাফে লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে পরিষ্কার ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করল স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আফিদা খন্দকারের দল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ইতিমধ্যেই বাংলাদেশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। কিছুদিন আগেই তারা প্রথমবারের মতো নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। সেই সিনিয়র দলের আটজন খেলোয়াড় এবার রয়েছেন অনূর্ধ্ব-২০ দলে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় অপ্রত্যাশিত ছিল না।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৩৭ মিনিটে গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করেন সাগরিকা। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ৩-০।

বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকারসহ তিন খেলোয়াড়কে তুলে নিলেও, বাংলাদেশের খেলায় কোনো ভাটা পড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার পাস থেকে গোল করেন মুনকি। এরপর শিখা, সাগরিকা, রুপা ও শান্তি মার্দি একের পর এক গোল করে ব্যবধান বাড়ান। সাগরিকা হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৩ মিনিটে পূজার কাট ব্যাকে প্লেসিং শটে গোল করে।

ম্যাচের একমাত্র সান্ত্বনা গোলটি আসে ইনজুরি সময়ে, লালিয়ান নামের এক লঙ্কান খেলোয়াড়ের পায়ে। তবে শেষ বাঁশি বাজার আগেই শান্তি মার্দি বাংলাদেশের হয়ে নবম গোলটি করে জয়কে আরও জাঁকজমকপূর্ণ করে তোলেন।

কোচ পিটার বাটলার শুরুর একাদশে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের মধ্যে আটজন খেলোয়াড়কেই রাখেন। পুরো ম্যাচজুড়েই শ্রীলঙ্কা ছিল রক্ষণ সামলাতে ব্যস্ত। বাংলাদেশের পায়ে পায়ে খেলা এবং ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষ রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে।

এই বড় জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করল শক্ত অবস্থানে থাকা বাংলাদেশ।
 

সর্বশেষ