রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১৬ জুলাই ২০২৫

মেহেদীর ঘূর্ণিতে লঙ্কানদের বিপর্যয়, ১১ ওভারে ৫ উইকেট

মেহেদীর ঘূর্ণিতে লঙ্কানদের বিপর্যয়, ১১ ওভারে ৫ উইকেট
ছবি: ইন্টারনেট

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ। লঙ্কানদের ইনিংসের প্রথমার্ধেই আলো ছড়িয়েছেন অফস্পিনার শেখ মেহেদী, একাই শিকার করেছেন ৪টি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেটে ৬৬ রান।

টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা শুরুতে ভালো ছন্দেই ছিল। শরিফুল ইসলামের প্রথম ওভারে ১৪ রান তোলে তারা। তবে ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৪ বলে ৬) ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু এনে দেন তাওহিদ হৃদয়।

দ্বিতীয় ওভারে ঘূর্ণি আঘাত হানেন শেখ মেহেদী। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন কুশল পেরেরা। এরপর তার ঘূর্ণিতে একে একে বিদায় নেন দিনেশ চান্দিমাল (৫ বলে ৪), অধিনায়ক চারিথ আসালাঙ্কা (৮ বলে ৩) ও শেষ পর্যন্ত সেট ব্যাটার পাথুম নিশাঙ্কা (৩৯ বলে ৪৬)।

শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন মাত্র ৬৬ রান, অথচ ফিরে গেছেন টপ অর্ডারের পাঁচ ব্যাটার।

বাংলাদেশের দারুণ বোলিং ও শেখ মেহেদীর দুরন্ত স্পেলে এখন লঙ্কানরা চাপেই আছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ