সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতেই শ্রীলঙ্কার ২ উইকেট নিয়েছে বাংলাদেশ

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে বোলিংয়ে নামে লিটন দাসের দল। শুরুতেই চমক দেখান টাইগার বোলাররা—দুই ওভারেই তুলে নেন শ্রীলঙ্কার দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ ওভারে ২ উইকেটে ২১ রান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা।
বাংলাদেশ আজ দলে এনেছে দুটি পরিবর্তন। শেখ মেহেদী দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজের বদলে, আর মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় এসেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহেশ থিকসানা, জেফরি ভানডারসে, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা।