রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৪০, ১০ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে স্বাক্ষর হবে ৫ সমঝোতা স্মারক

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে স্বাক্ষর হবে ৫ সমঝোতা স্মারক
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বিপাক্ষিক সফরে আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। সফরে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণসহ পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি-পিডি) শাহ আসিফ রহমান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরের সূচি অনুযায়ী—

১১ আগস্ট: প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার ও স্বাগত জানাবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
১২ আগস্ট:

  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

  • প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর

  • সংবাদ সম্মেলন ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ

  • ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা
    ১৩ আগস্ট:

  • ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া (UKM) কর্তৃক সম্মানসূচক ডক্টরেট প্রদান

  • রাজা তোয়াংকু মুহরিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা

শাহ আসিফ রহমান জানান, সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, প্রফেশনাল নিয়োগ বৃদ্ধি, শ্রমিকদের অধিক সুবিধা, জ্বালানি ও বিনিয়োগ সহ নানা ইস্যুতে আলোচনা হবে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর আরও কঠোর ও কার্যকর ভূমিকার আহ্বান জানানো হবে।

বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার ও RCEP চুক্তিতে যোগদানের বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও গভীর, কার্যকর ও ভবিষ্যত-উন্নয়নমুখী হবে।