সংস্কার চাইলে মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি: সালাহউদ্দিন

সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা রাষ্ট্র সংস্কার করবেন, তাদের আগে নিজস্ব মানসিকতার সংস্কার করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি মানবিক রাষ্ট্র কল্পনাও করা যায় না।’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের চারপাশে অনৈতিকতা, হিংসা, প্রতিহিংসা—এসব দেখে যুবসমাজের যে মনস্তত্ত্ব গড়ে উঠছে, তা আমাদের ভাবতে বাধ্য করছে—শুধু কাঠামোগত পরিবর্তন নয়, মানসিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিরও আমূল পরিবর্তন দরকার।’
ফ্যাসিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, এখনো পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। আমরা চাই, শুধু জুলাই বিপ্লবে নয়—গত ১৬ বছরে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তারাও যেন জাতীয় বীর হিসেবে স্বীকৃতি পান।’
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর পর্যায়ের নেতাকর্মী, সাবেক সংসদ সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যরা উপস্থিত ছিলেন।