রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ৯ আগস্ট ২০২৫

আ.লীগ আমলে নির্বাচনে অংশ নেয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু

আ.লীগ আমলে নির্বাচনে অংশ নেয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিলে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিল থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’

চুন্নু বলেন, ‘গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার ভুলভ্রান্তি থাকতে পারে। এসব ভুলকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজনীতি করতে গিয়ে সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো নির্বাচনে অংশ নিয়েছি। অনেকেই আমাদের সমালোচনা করেন, কেউ কেউ স্বৈরাচার বা সরকারি দলের সহযোগী বলেও কটাক্ষ করেন। তবে আমি বলতে চাই, এসব নির্বাচন দলীয় সিদ্ধান্তে অংশ নিয়েছি। এর মধ্যে যদি কোনো নৈতিক বিচ্যুতি ঘটে থাকে, তাহলে আমরা অনুতপ্ত এবং দুঃখিত।’

চুন্নুর বক্তব্যে রাজনৈতিক আত্মসমালোচনার পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি নেয়ার ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পর্কিত বিষয়: