জাপা একাংশের চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন

জাতীয় পার্টির (জাপা) একাংশের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, এবিএম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব এবং কাজী ফিরোজ রশীদকে সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত দলটির ১০ম জাতীয় কাউন্সিলে এই নেতারা নির্বাচিত হন। একই কাউন্সিলে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। নতুন নেতৃত্ব আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
এর আগে কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান দলের সাবেক মহাসচিব ও নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যান মুজিবুর রহমান চুন্নু। তিনি বলেন, “আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিল থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
তিনি বলেন, “গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজনীতি করতে গিয়ে হয়তো সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ভুলভ্রান্তি থাকতে পারে। অনেকে আমাদের কটূক্তি করেন, কেউ কেউ স্বৈরাচার সহযোগী বলেও আখ্যা দেন, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই।”
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে চুন্নু বলেন, “জাতীয় পার্টি একটি আধুনিক গণতান্ত্রিক দল। আমরা দেশের মানুষের জন্য, নিয়মনীতি মেনে রাজনীতি করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”