‘জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে’

জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি হবে বাংলাদেশের আপামার জনতার ভরসার ঠিকানা।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার শামীম হায়দার বলেন, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হোসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা। কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হয়েছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন সব কিছু দুর্বল হয়ে পড়ছে। দেশে আইনের শাসন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা সবই হুমকির মুখে পড়েছে। জাতীয় পার্টি খেলাফতের পতাকা হাতে নিয়ে জনগণের পাশে দাঁড়াবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুন্দর হতে পারলেই মনে হচ্ছে, জনগণের মধ্যে আশা আলোড়ন করে দেশ বাঁচাতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনের সরকারকে ছাড়া নির্বাচন সম্ভব নয় তা সবার কাছে স্পষ্ট করতে হবে।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মীর রেজাউল ইসলাম ভূঁইয়া, শওকত কাদের, ইশতিয়াক হোসেন তপন, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম জিয়াউর রহমানের সঞ্চালনায় তরুণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ আলম, আনসার উদ্দিন তালুকদার, মোঃ মুজিবুর রহমান সেলিম, মোঃ নাজমুল উদ্দিন, মোঃ রহিম উদ্দিন, সুলতান মাহমুদসহ আরো অনেকে।