রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ১০ আগস্ট ২০২৫

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, দুই শিশু ঢাকায়

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, দুই শিশু ঢাকায়
প্রতীকী ছবি

সিলেট নগরীর শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুই শিশু। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান থানাধীন বাহুবল এলাকার একটি দোতলা বাসায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, পরে অবস্থার অবনতি হলে রোববার (১০ আগস্ট) দুপুরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধরা হলেন—পারভেজ, তার স্ত্রী ফারহানা, তাদের দুই ছেলে মোহাম্মদ (৬) ও মারওয়ান (২), এবং আত্মীয় হেনা।

ঘটনার বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তবে কেউ এখন পর্যন্ত আমাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি।’

হাসপাতালে নিয়ে আসা আত্মীয় সাইদুল ইসলাম জানান, ‘রান্নার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন।’

ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন,

‘দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, তার স্ত্রী ফারহানার ১০ শতাংশ, ছোট ছেলে মারওয়ানের ১৭ শতাংশ, বড় ছেলে মোহাম্মদের ৪ শতাংশ এবং আত্মীয় হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে, দুইজন আছেন অবজারভেশনে।’

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সম্পর্কিত বিষয়: