রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৬, ১০ আগস্ট ২০২৫

সাবেক ছাত্রদল নেতার ‘পরকীয়া’ নিয়ে ফেসবুক পোস্ট, যুবদলকর্মী খুন

সাবেক ছাত্রদল নেতার ‘পরকীয়া’ নিয়ে ফেসবুক পোস্ট, যুবদলকর্মী খুন
যুবদলকর্মী রনি হোসাইন। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা রাজু আহমদের ‘পরকীয়া বা বিবাহবর্হিভূত সম্পর্ক’ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে যুবদলকর্মী রনি হোসাইন খুন হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের কদমতলী পয়েন্ট এ ঘটনা ঘটে। এরপর থেকেই অভিযুক্ত রাজু পলাতক।

গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন রাজু আহমদ। উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং যুবদলের কর্মী ছিলেন নিহত রনি। তারা পরস্পরে বন্ধু ছিলেন।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে রনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তিনি সেই পোস্টে  রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবি যুক্ত করেন। এছাড়াও রাজুকে নিয়ে অশালীন মন্তব্যও করেন এবং এঘটনার জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে লাশ। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।