রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ১০ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে তারা অবরোধ শুরু করে।

এরপর মহাসড়কে অবস্থান নিয়ে জোরালো স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাকসহ যানবাহন আটকা পড়েছে। যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত ২৬ জুলাই থেকে তারা ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস, শিকল ভাঙার গানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি, ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন ও বাজেট পাসের কাজ এখনও আটকে রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ক্যাম্পাস নির্মাণের জন্য ৯২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। একাধিক সংশোধনের পর প্রকল্পের ব্যয় কমে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদানে রয়েছেন ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী।