শাহবাগ অবরোধে ছাত্রদল, যান চলাচল বন্ধ
ঢাকার শাহবাগ মোড়ে মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগে অবরোধ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকেল থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, যার ফলে মোড়টি দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দিতে দেখা যায়।