কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দ্রুত সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা অবরোধের পর কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ‘ব্লকেড কর্মসূচি’ নামে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবস্থানরত এক শিক্ষার্থী বলেন, `কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বড় অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে। এর আগে কয়েক দফায় আমরা মিটিং মিটিং খেলা খেলেছি। এবার মাঠে সমাধান হবে।`