পরিবহন শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিল দুই ঘণ্টা পর

প্রায় ২ ঘণ্টা পর পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন । বিকেল সোয়া ৩টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সড়কের দুই পাশে আড়াআড়ি করে বাস রেখে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে দেন, তাতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধ করার প্রসঙ্গে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান বলেন,‘ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয়। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, মালিক ও শিক্ষার্থীদের নিয়ে বসেছিলাম।‘
উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হলে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।