রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ১০ আগস্ট ২০২৫

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সচল

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সচল
ছবি: সংগৃহীত

ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল) অনুমোদনের দাবিতে রবিবার (১০ আগস্ট) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ আবার সচল হয়।

অবরোধ চলাকালে ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

শিক্ষার্থীরা জানান, অবরোধ আপাতত তুলে নেওয়া হলেও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্পের ডিপিপি অনুমোদন না হলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরেও নিজস্ব ক্যাম্পাস না থাকায় শিক্ষাকার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। সাত দফা সংশোধনের পর প্রকল্প ব্যয় ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হলেও, তা এখনো একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।

এই অবিচারের প্রতিবাদেই আন্দোলন চলছে বলে জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভে সংহতি প্রকাশ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এছাড়া শাহজাদপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারেও সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কের উভয় লেন অবরোধ করে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।