সৎ বাবার নৃশংসতার শিকার ৬ বছরের শিশু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় সৎ বাবার হাতে নৃশংসতার শিকার হয়েছে তাসিন নামে ৬ বছরের এক শিশু। হত্যার উদ্দেশ্যে তাকে পুকুরে ফেলে দেয়ার অভিযোগে সৎবাবা মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী তাসিন লালমনিরহাটের সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে মা ববিতা বেগমের সঙ্গে থাকত। প্রায় ছয়-সাত মাস আগে ববিতার বিয়ে হয় লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে। এরপর থেকেই তাসিন মায়ের সঙ্গে মুরাদের বাড়িতে বসবাস করছিল।
স্থানীয় সূত্র জানায়, শনিবার মুরাদ বেড়ানোর প্রলোভন দেখিয়ে তাসিনকে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। সারাদিন ঘোরাঘুরির পর রাত ৯টার দিকে ছড়ারপাড় এলাকায় রাস্তার ধারের একটি পুকুরে শিশুটিকে ঠেলে ফেলে চলে যান। এ সময় বাজার থেকে ফেরার পথে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম তাসিনকে পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ শিশুটিকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, সময়মতো উদ্ধার না করা হলে শিশুটি বাঁচত না। তারা এ ঘটনার সঙ্গে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, লালমনিরহাট থানা পুলিশ মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।