জুলাই-আগস্ট আন্দোলনে হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হারানোর অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান৷
তিনি বলেন, আমরা একটু উদ্যোগ নিয়েছি হারানো হাতিয়ার উদ্ধারের করার জন্য৷ হারানো অস্ত্র সন্ধান দিতে পারলে আমরা প্রাইজ দিব। তবে তাদের কত টাকা দেব এটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো। যে খবর দিতে পারবে সে পুরস্কার পাবে৷
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কোন ধৈর্য নেই, জাতি হিসেবে আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। আগে সমাজে লোকজন খারাপ কাজ দেখরে প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আজকাল সেটা খুব কমে, এখন সবাই ভিডিও করে। কোন অপরাধ প্রতিহত করা আমাদের ইমানী দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় সব জায়গায় তো উপস্থিত থাকেন না। গাজীপুরের ঘটনাটি খুবই দুঃখজনক। এ সমাজে এমন ঘটনা কেউ চিন্তা করতে পারে না। কিন্তু ঘটনাটা ঘটে গেছে৷ এ ঘটনায় সঙ্গে যারা জড়িত তাদের বেশিরভাগকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তবে যে জীবনটা চলে গেল সেই ক্ষতিপূরণ তো আর হবে না। সুতরাং আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে এগুলো একটু কমে৷
উপদেষ্টা আরও বলেন, এই যে শেরপুরের ঘটনায় যে ভিডিও করছে। সে আয় করার জন্য ভিডিও করছে দাঁড়িয়ে, ওদিকে তার নানিকে মেরে ফেলা হচ্ছে। এটা আমাদের সমাজের কত বড় অবক্ষয়। সে ভিডিও করেই যাচ্ছে ইউটিউবের জন্য। তার নাতিটা যদি চিল্লাইতো তাহলেও তো কেউ সাহায্য করতো।
হাজারের অধিক অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দেশি অস্ত্র। এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে তাদের একটু সতর্ক হতে হবে। যারা বানাচ্ছে আমরা কিন্তু তাদেরও নিয়ে আসছি। যারা এসব অস্ত্র বানায় তারা কিন্তু জানে এগুলো কারা ব্যবহার করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।