রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ১০ আগস্ট ২০২৫

একে অপরকে আক্রমণ করার অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে

একে অপরকে আক্রমণ করার অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে

বক্তব্যের মাধ্যমে একে অপরকে আক্রমণ করার অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভিন্নমতকে সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য।

আজ রোববার ( ১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন' শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন ছাড়া কোনো ধরনের সংস্কারই ফলপ্রসূ হবে না। তিনি বলেন, জনগণের মতামতের প্রতিফলনের জন্য নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই একমাত্র পথ।

তিনি আরো বলেন, ‘বিপ্লব পরবর্তী যে দেশগুলো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় দ্রুত ফিরতে পেরেছে, তারাই উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে। গণতন্ত্র মানে অন্যের কথা শোনা এবং তাদের মতকে সম্মান জানানো। কথা বলার সুযোগ অব্যাহত থাকলে অনেক সমস্যার সমাধান আপনা-আপনিই হয়ে যায়। স্বৈরাচারের পতনের পর দেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, রাজনৈতিক দলগুলোকে তা অনুধাবন করতে হবে।'

অনুষ্ঠানে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার মতে, অর্থনীতির গণতান্ত্রিকরণ এবং সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।

সম্পর্কিত বিষয়: