রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ১০ আগস্ট ২০২৫

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল
ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা পুলিশের ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, পলাতক ও সাময়িক বরখাস্ত থাকা এসব কর্মকর্তা অতীতে যে পুলিশ পদক (২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে) পেয়েছিলেন, তা প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদক প্রত্যাহারের পাশাপাশি সংশ্লিষ্টদের পদক-সংশ্লিষ্ট সব আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে নেওয়া পদকভিত্তিক অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: