৮৮ দিনে কোরআনে হাফেজ ৭ বছরের ফাহিম

মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) পবিত্র কোরআন মুখস্থ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ৭ বছরের শিশু মোহাম্মদ ফাহিম মৃধা। সীমিত আয়ের এক প্রান্তিক পরিবারের সন্তান ফাহিমের এই অর্জন স্থানীয়ভাবে চাঞ্চল্য এবং অনুপ্রেরণার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুরে অবস্থিত ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা’ আনুষ্ঠানিকভাবে ফাহিমকে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার আলেম, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
ফাহিমের বাবা ফারদুল হক মৃধা পেশায় একজন ছোট ব্যবসায়ী। সাত সন্তানের মধ্যে সবার ছোট ফাহিম ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী ছিল বলে জানান তার পরিবার।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, “ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতাই তাকে এই বিরল সাফল্যে পৌঁছে দিয়েছে। তার মধ্যে নিঃশব্দ এক সাধনার পরিচয় আমরা পেয়েছি।”
পুত্রের অসামান্য কীর্তিতে আবেগাপ্লুত বাবা ফারদুল হক মৃধা বলেন, “আমার ছেলে মাত্র ৮৮ দিনে হাফেজ হয়েছে—এটা কেবল আমার নয়, পুরো এলাকার গর্বের বিষয়। মাদরাসার শিক্ষক ও আল্লাহর অশেষ রহমতেই এটা সম্ভব হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, সে যেন এই আলো নিজের জীবনে ধারণ করতে পারে।”
এই অর্জন কেবল একজন শিশুর আত্মপ্রয়াস নয়, বরং তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার একটি প্রতিচ্ছবি। ৮৮ দিনের সাধনার মাধ্যমে ফাহিম যে কোরআনের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়েছে, তা যেন তার পুরো জীবনজুড়ে পথপ্রদর্শক হয়ে থাকে—এই প্রত্যাশা সকলের।