রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ১০ আগস্ট ২০২৫

নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার 

নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১০ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

তিনি বলেন, ‘সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন।’ এতো কোনো ভুল-ভ্রান্তি থাকলে তা সংশোধনে আবেদনের জন্য ১২ দিন রয়েছে বলে জানান শরিফুল আলম।

তিনি বলেন, কোন তথ্য ভুল থাকলে যেমন ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, অথবা কোন ভোটার তার ভোটার এলাকা স্থানান্তর করতে চাইলে সেটা করতে পারবে।  আগামী ২১ আগস্ট পর্যন্ত সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার আবেদন করা যাবে

এবারের হালনাগাদে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হচ্ছে। তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম কাটা পড়েছে। খসড়া এ হিসাব অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হতে পারছেন।