রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ৯ আগস্ট ২০২৫

হাসপাতালের নথিতে নিলার ‘স্বামী’ তুষার!

হাসপাতালের নথিতে নিলার ‘স্বামী’ তুষার!
ছবি: সংগৃহীত

সাবেক এনসিপি নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর অনুমতি ছাড়াই হাসপাতালের নথিতে স্বামীর স্থানে অন্য ব্যক্তির নাম বসানো হয়েছে। তিনি এ ঘটনাকে ‘জালিয়াতি’ এবং ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

শনিবার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে নীলা একটি হাসপাতালের ভর্তি ফরম সংযুক্ত করে লেখেন, “ওই দিন আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলাম। আমার জীবনের কোনো সিদ্ধান্ত তখন আমার হাতে ছিল না। সেই সুযোগে সারোয়ার তুষার নিজের নাম আমার স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছে। এটা কোনো ভুল নয়, বরং আইনত জালিয়াতি।”

তিনি উল্লেখ করেন, এটি বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি তিনি বলেন, এতে তাঁর ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, যা জাতিসংঘের মানবাধিকার সনদের (UDHR) ৩, ৫, ১২ ও ২২ ধারা অনুযায়ী স্পষ্টত লঙ্ঘন।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নীলা দাবি করেন, বিষয়টি অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তাঁর প্রকৃত তথ্য দ্রুত পুনঃস্থাপন এবং রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে, তাদের আইনের আওতায় আনতে হবে।

নীলা ইস্রাফিল বলেন, “এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই।”

সম্পর্কিত বিষয়: