ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২০৯ জন, বরিশালে ১৬৬ জন, ঢাকার অন্য জেলাগুলোতে ১৬৪ জন, চট্টগ্রামে ৯১ জন, খুলনায় ১০১ জন, রাজশাহীতে ৫৪ জন ও ময়মনসিংহে ৩৭ জন।