জ্ঞান ফিরেছে ভিপি নুরের, সর্বশেষ যা জানা গেল

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, তিনি ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছেন। সেখানে নাক ব্যান্ডেজ করা ও মুখে অক্সিজেন মাস্ক পরে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, শুক্রবার রাতের হামলার পর থেকেই নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে সামান্য হলেও জ্ঞান ফিরেছে। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।
গতকাল শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন নুর। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে। নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা।
হাসপাতালে ভর্তির পর রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকদের মতে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।