নারায়ণগঞ্জে হাসপাতালে র্যাব-প্রশাসনের যৌথ অভিযানে ১৫ দালালের কারাদণ্ড
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি খানপুর হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত সরকারি হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সেবা গ্রহণে আসা রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, সরকারি চিকিৎসক ও কর্মীদের নামে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগে এই দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭ জন পুরুষ ও ৮ জন নারী দালালকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ সময় র্যাব-১১-এর এএসপি আল মাসুদ খানসহ র্যাবের একটি টিম উপস্থিত ছিল।
সহকারী কমিশনার রাহসিন কবির বলেন, ‘আপনারা জানেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।’
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর সদস্যরা, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা। অভিযানের ফলে হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের প্রত্যাশা, এমন নিয়মিত অভিযান হাসপাতালের সেবা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দালালমুক্ত করবে।
সদ্য সংবাদ/ আকাশ সাদ



























