নারায়ণগঞ্জে হাসপাতালে র্যাব-প্রশাসনের যৌথ অভিযানে ১৫ দালালের কারাদণ্ড
নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত সরকারি হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সেবা গ্রহণে আসা রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, সরকারি চিকিৎসক ও কর্মীদের নামে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগে এই দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।