চারঘাটে ভেজাল পানি উৎপাদনে ২৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর চারঘাট উপজেলার সদরগড় এলাকায় ভেজাল খাবার ও ব্যাটারী পানি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অনুমোদন ও মান যাচাই ছাড়াই বাজারজাত করা এসব পণ্যের জন্য ‘ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার ইন্ডাস্ট্রিজ’ নামের প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জারজিস ক্লেমনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো. আতিকুল ইসলাম ও মো. দুলাল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন বা জাতীয় মান (বিডিএস) অনুসরণ না করে এবং কোনো পরীক্ষার ছাড়পত্র ছাড়াই বাজারে ‘খাবার পানি’ ও ‘ব্যাটারী পানি’ সরবরাহ করছিল। পরিশোধনের জন্য প্রয়োজনীয় ফিল্টার বা প্রযুক্তি না থাকায় এসব পানি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে বলে জানান কর্মকর্তারা।
অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পানির বোতলজাত প্রক্রিয়া সরেজমিনে দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি বিএসটিআই থেকে যথাযথ লাইসেন্স গ্রহণ এবং নির্ধারিত মান অনুসরণে নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই রাজশাহী বিভাগ।