রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১১ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাইকে ৩০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাইকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা শহরের পাইকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, সেখানে ড্রেস কোডবিহীন কর্মচারীরা গ্লাভস ছাড়াই খাবার প্রস্তুত করছিলেন। এছাড়াও, স্টোর রুমে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যসামগ্রী রাখা ও প্রস্তুতের অভিযোগ পাওয়া যায়।

পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ