ওমানে নতুন আইনে জরিমানা বিশ হাজার রিয়াল!

২০২৮ সালের জানুয়ারি থেকে ওমানে প্রথমবারের মতো ব্যক্তিগত আয়কর চালু হতে যাচ্ছে। নতুন এই আইন অনুযায়ী, বছরে ৪২ হাজার ওমানি রিয়ালের বেশি আয় করলে সেই ব্যক্তি আয়করের আওতায় পড়বেন। আইনটি ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়ের জন্যই প্রযোজ্য হবে।
আয়কর বিষয়ে জালিয়াতি, তথ্য গোপন বা রিটার্ন দাখিল না করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইন অনুযায়ী, ১ থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
আইনের ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেবে না বা কর দপ্তরের অনুরোধ অমান্য করবে, তাদের ১ হাজার থেকে ৫ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান বা আয় সংক্রান্ত নথি জাল করার মতো অপরাধের ক্ষেত্রে রয়েছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা।
ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী ও নাগরিকদের আয়কর সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিয়মিত হালনাগাদ তথ্য অনুসরণ করতে হবে। আইন বাস্তবায়নের আগেই সকলের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কর প্রশাসন।
এই উদ্যোগের মাধ্যমে দেশটির রাজস্ব আয়ে বৈচিত্র্য আনতে চায় সরকার। তবে নিম্ন আয়ের নাগরিক ও প্রবাসীরা আপাতত এই করের আওতায় আসছেন না, যা অনেকের জন্য স্বস্তির খবর।