ওমান দুর্ঘটনায় নিহত সাত প্রবাসীর লাশ দেশে ফিরল
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ লাশগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত সাতজনই ওমানে সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। তাঁদের নাম—আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)।