শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২৪, ১৯ জুলাই ২০২৫

ওমানে বাংলাদেশি প্রবাসী খুন, আরেক বাংলাদেশি গ্রেপ্তার

ওমানে বাংলাদেশি প্রবাসী খুন, আরেক বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি) সূত্রে এই খবর নিশ্চিত করেছে স্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ওমান।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয়, বয়স কিংবা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মারাত্মক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

এদিকে আরেকটি ঘটনায়, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় এক ভারতীয় নাগরিককে মাদকদ্রব্য পাচারের সময় গ্রেপ্তার করেছে আরওপি। পুলিশ জানায়, ওই ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন করছিলেন, যা ওমানের আইনে গুরুতর অপরাধ।

ওমানে অ্যালকোহল বহন, বিক্রি ও পাচার আইনত কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং এর জন্য রয়েছে গুরুতর শাস্তির বিধান, যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও জরিমানা। 
 

সম্পর্কিত বিষয়: