বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এই সময়ে নতুন করে ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৫ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় যারা মারা গিয়েছেন তাদের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ।

এদের মধ্যে দুইজন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাকি দুইজনের একজন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ ডেঙ্গু রোগী সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৫০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৯৯ জন।
 

সর্বশেষ