ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৬৬ জন, ঢাকার বাইরের ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ ও রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ হাজার ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ৯৮ জনের।