রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৩৬, ১০ আগস্ট ২০২৫

নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে আজ

নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে আজ
ছবি: ডয়চে ভেলে

আজ রোববার থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ দিন সুযোগ মিলবে ভুল তথ্য সংশোধনের। যদি কারও কোন তথ্য ভুল থাকে তাহলে সে সেটাকে সমাধান করে নিতে পারবে এই সুযোগে।  ৪৪ লাখের মতো নতুন ভোটার এবার যুক্ত হচ্ছেন তালিকায়।  

এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা।  

উপজেলা কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে খসড়া তালিকা সাঁটিয়ে দিবেন। কোন তথ্য ভুল থাকলে যেমন ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, অথবা কোন ভোটার তার ভোটার এলাকা স্থানান্তর করতে চাইলে সেটা করতে পারবে।  আগামী ২১ আগস্ট পর্যন্ত সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার আবেদন করা যাবে

২৪ আগস্টের মধ্যেএসব আবেদন নিষ্পত্তি হবে।  এরপর ৩১ আগস্ট অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।