পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কিনবে সরকার

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য অন্তত ৪০ হাজার বডি ক্যামেরা কিনবে অন্তবর্তী সরকার। ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার।গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এই ক্যামেরাগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করবে।
তিনি বলেন, ‘অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো কিনে পুলিশকে ক্যামেরার মূল বৈশিষ্ট্য, বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।’ এসব ক্যামেরা নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলরা বুকে ঝুলিয়ে ব্যবহার করবেন। এ বিষয়ে বাংলাদেশ সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের ৩টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত কেনাকাটা শেষ করতে ও হাজারো পুলিশ সদস্যকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘যে কোনো মূল্যে সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চাই।’