মানুষের ফিটনেস নেই, রাষ্ট্রেরও ফিটনেস নেই: নাহিদ
বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে ব্যর্থ হচ্ছিল, তখন দেশের জনগণ আস্থা রেখেছিল ছাত্র-তরুণদের ওপর—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি এবং সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নেতৃবৃন্দসহ শহরে পদযাত্রা করেন।