বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম ও  বিএনপি নেতা আব্দুল মতিনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

‎পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,  কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজকে দুপুরে সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে উভয় পক্ষ দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর হলে তাকে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
 
আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুল মজিদ, শুভ হাসান ও তানিমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের জামালগঞ্জ ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোছা আলী, ইমার হোসেন, নূর আলম ও শাখাওয়াত হোসেন তবারক নামের চারজনকে আটক করেছে পুলিশ।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল হোসেন বলেন, ‘পূর্ববিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।  এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’