বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ১৪ জুলাই ২০২৫

চাঁদা না অনুদান? এনসিপি নেতার টাকা গ্রহণের ভিডিও ভাইরাল

চাঁদা না অনুদান? এনসিপি নেতার টাকা গ্রহণের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই নেতা এক নারীর কাছ থেকে টাকা গ্রহণ করছেন। এ ঘটনায় এনসিপি নেতাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন এক নারীর কাছ থেকে ৭ লাখ টাকা নিচ্ছেন। ভিডিওতে নারীটি বলেন, ‘এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!’ জবাবে এনসিপি নেতা বলেন, ‘ভাইকে বলছেন?’ তখন নারী বলেন, ‘হ্যাঁ, বলেছি।’

ঘটনার বিষয়ে সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি, আপনাদের এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে ৪৮ লাখ টাকা নিয়েছে। তারপরও কোনো কাজ দেয়নি। মহিলা টাকা দেওয়ার ভিডিও ফাঁস করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভুল সবাই করে, কিন্তু এ ধরনের প্রতারণা রাজনীতির নাম ভাঙিয়ে বাটপারি ছাড়া কিছু নয়।’

তবে এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন এই অভিযোগ অস্বীকার করে নিজের ব্যাখ্যা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ‘ওই নারী স্বেচ্ছায় পার্টিতে আর্থিক অনুদান দিয়েছেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন।’

তিনি আরও জানান, ‘ঘটনাটির দিন সন্ধ্যায় মহিলা ১০ লাখ টাকা পার্টি ফান্ডে দিতে চেয়েছিলেন। পার্টির পক্ষ থেকে ফান্ড সংগ্রহের দায়িত্ব আমার ওপর ছিল। আমি আমার দায়িত্ব পালনের অংশ হিসেবে অর্থটি সংগ্রহ করে কোষাধ্যক্ষের কাছে জমা দিই।’

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, ভিডিওর প্রেক্ষাপটে দলের ভাবমূর্তি ও রাজনৈতিক শুদ্ধাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত এবং দলীয় পর্যায়ে সিদ্ধান্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।