সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী, যিনি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এছাড়া নিহত হয়েছেন নবীনগরের সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয়ের পরিবারের স্থায়ী বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামে হলেও তারা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ নিহত হন। গুরুতর আহত প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমার বাবা প্রণয় দাস জানান, স্ত্রী ও মেয়ে সিলেটে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাদের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এই মহাসড়কে অতিরিক্ত গতি ও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত গতিরোধক স্থাপন ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।