শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৬, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৪৭, ২৫ জুলাই ২০২৫

মানুষের ফিটনেস নেই, রাষ্ট্রেরও ফিটনেস নেই: নাহিদ

মানুষের ফিটনেস নেই, রাষ্ট্রেরও ফিটনেস নেই: নাহিদ
ছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে ব্যর্থ হচ্ছিল, তখন দেশের জনগণ আস্থা রেখেছিল ছাত্র-তরুণদের ওপর—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি এবং সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নেতৃবৃন্দসহ শহরে পদযাত্রা করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ১৬ বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদ, গুম-খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই যখন বিরোধী দলগুলো চালিয়ে যেতে পারছিল না, তখন কোটা সংস্কার আন্দোলন থেকেই ছাত্র-তরুণরা এক দফা দাবিতে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ দেয়। সেই আস্থার ভিত্তিতেই ৫ আগস্ট ঢাকার রাজপথে মানুষ নেমে এসেছিল, গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পার হতে চলেছে। আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে আছি, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু সময় ও ইতিহাস আমাদের দাঁড় করিয়েছে। আমরা মনে করিয়ে দিতে এসেছি-লড়াই এখনো শেষ হয়নি। নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই। মানুষের ফিটনেস নেই, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস নেই। শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন।’

নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সেই ভঙ্গুর রাষ্ট্রের সংস্কার ও মেরামতের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর রাষ্ট্র গড়ে তোলাই আমাদের দায়িত্ব।’

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উৎখাতের পর এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সুনামগঞ্জকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নাহিদ বলেন, ‘মুজিববাদ বিভিন্ন ছলে ও বলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশে মুজিববাদের রাজনীতি হবে না। একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘুদের জমি দখল এবং ভারতের কাছে দেশ বর্গা দেওয়ার রাজনীতি প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষায় জনগণকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’