সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে সীমান্ত পিলার নম্বর ১২১৬ এর নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা কিতাব আলীর ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শফিকুল একটি চোরাকারবারি চক্রের সদস্য ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে সীমান্ত অতিক্রমের সময় চোরাকারবারিরা গরু পার করছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, প্রায় ১০ থেকে ১২ জন বাংলাদেশি রাত ১টা ২০ মিনিটের দিকে গরু আনতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ বাধা দিলে চোরাকারবারিরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ প্রথমে সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং পরে গুলি চালায়, যাতে শফিকুল গুলিবিদ্ধ হন।
ঘটনার পর শফিকুলকে তার সঙ্গীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এনে পরিবারের কাছে রেখে পালিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপির মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।