নিখোঁজের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ব্যবসায়ী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর এক ব্যবসায়ীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) রাত ১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে একটি নির্জন স্থান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
আহত ওই ব্যবসায়ীর নাম ফখরুল ইসলাম (৩৮)। তিনি শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
ফখরুলকে অচেতন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, ‘ফখরুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখনও অচেতন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ফখরুলের ভাই ফয়সাল আহমেদ বলেন, ‘২৮ জুন সকালে ব্যবসার কাজে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর আমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি এবং স্থানীয়রা মানববন্ধনও করেন।’
তিনি আরও বলেন, ‘গভীর রাতে গোবিন্দপুর গ্রামের একজন পথচারী তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। হাত-পা ও মুখ শক্ত করে কাপড় দিয়ে বাঁধা ছিল। পরে আমাদের খবর দেওয়া হলে আমরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি।’
এদিকে, কে বা কারা ফখরুলকে অপহরণ করেছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পরিবার।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ‘আমরা এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানিনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ ফখরুলের জ্ঞান ফেরার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।