নারায়ণগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ, সন্ধ্যানের অপেক্ষায় পরিবার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ মোবারক (৬০)। তার গ্রামের বাড়ি জামালপুরের শরিসা। পরিবার জানিয়েছে, নিখোঁজ মোবারক শুক্রবার (১০ অক্টোবর) ফজরের নামাজ আদায় করতে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল সাদা লুঙ্গি, কাঠালি রঙের পাঞ্জাবি, টুপি ও গামছা। তিনি কথা বলতে পারেন না (বোবা) এবং গায়ের রঙ ফরসা। আনুমানিক উচ্চতা ৬ থেকে ৭ ফুট।