শিশু ওহি জীবিত উদ্ধার হলেও নিখোঁজ মা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন তার মা আফসানা প্রিয়া।
গাজীপুরের কালিয়াকৈরের মেদী আশুলাই গ্রামের বাসিন্দা ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া স্বামী ও ছেলেকে নিয়ে উত্তরায় বসবাস করতেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি তার ছেলে আফসান ওহিকে স্কুলে নিয়ে গিয়েছিলেন এবং ঘটনার সময় স্কুলের অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন।
হঠাৎ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুরা ও তাদের অভিভাবকেরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। সেই সময় আফসান ওহিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তার মা আফসানা প্রিয়ার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।
ওহির চাচা দুলাল মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বহু জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার দুপুরে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।